ভুল আমার সবই ভুল ছিল
সেই একটা শুক্রাণু থেকে মায়ের জরায়ুতে ধীরে ধীরে বেড়ে উঠা
ভুল রক্তপান ভুল দশমাস দশদিন মেনে নেওয়া
এই সবই ভুল ছিল।
ভুল করে এই অদ্ভুত পৃথিবীর আলো বাতাস গ্রহন করা
সুতীব্র চিৎকারে জানান দিয়েছি বহুবার আমার ভুল আগমনের কথা
কখনো বুঝতে চেষ্টা করনি তোমরা ভুল মানুষেরা।


তারপর ভুল করে কথা বলতে শেখা ভুল করে হাঁটতে শেখা
ভুল করে অ’তে অজগর ঐ আসছে তেড়ে পড়তে শেখা
অজগর এখন কাঁচের ঘরে বন্দী সে তেড়ে আসতে ভুলে গেছে
এই সবই ভুল ছিল।
নির্ভুলভাবে নামতা শিখেছি মিলিয়েছি কত কঠিন কঠিন সুদকষা
দেনাপাওনা উৎপাদকে বিশ্লেষন সাইনথেটা কসথেটা
সব ভুল ছিল আমার।


ভুল করে এগিয়ে গিয়েছি শৈশব থেকে কৈশোরে
তখনো বুঝিনি ভুলের খাতা আমার ভারী হচ্ছে ধীরে ধীরে
ভুল করে শিখেছি ফুটবল ক্রিকেট গোল্লাছুট কানামাছি
ডাংগুলি নানান রকম খেলা
বুদ্ধি করে শিখিয়ে দেয়নি কেউ কিভাবে খেলতে হয় মানুষ হবার খেলা
ভুল করে পড়েছি তিন গোয়েন্দা ফেলুদা কিংবা মাসুদ রানা
কেউ বলেনি কোনদিন ওগুলো সব ভুল, ভুল পড়া।


অবশেষে ভুল যৌবনে পদার্পন আমার
ভুল জীবন থেকে ভুল শিক্ষা গ্রহন করেছি বার বার
“মনেকরি” শব্দটা দিয়ে মিলিয়েছি গণিতের সব সমীকরন
ফ্লুইড তত্ত্ব কোয়ান্টাম তত্ব মেট্রিক্স থিওরি
অথচ ভুল করেও মিলাতে পারিনি জীবনের সরল সমীকরন
ভুল পড়ালেখা আমাকে ভুল পথেই ঠেলে দিয়েছে
ভুল যৌবনের শেষ ভুলটি করলাম ভুল ভালোবেসে
ভুল পরিচয় কথা বলা কথা বলা অবশেষে দেখা করা
ভুল ছিল সব ভুল ছিল আমার।


রাত জেগে জেগে প্রিয়ার সাথে দেখা করতে যাওয়া
হাত ধরে রিক্সায় করে ঘুরে বেড়ানো মিষ্টি হাসি মন ভোলানো চাহনী
এই সবই ভুল ছিল।
ভুল সিদ্ধান্ত গ্রহন ভুল করে চুমু খাওয়া
কোমড় জড়িয়ে ধরে শরীরের গন্ধ নেওয়া
ভুল ছিল আমার সব ভুল ছিল।
ভুল জীবনকে আঁকড়ে আমি এখনো বেঁচে আছি।