এখন আমার শুধু কবিতার সঙ্গে বসবাস
কবিতার সঙ্গে খাওয়া কবিতার সঙ্গে ঘুমানো
কবিতার সঙ্গে আপন মনে কথা বলা
কবিতার সাথেই আমি নির্ঝঞ্চাট বেঁচে থাকি
কবিতাই আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম পাড়িয়ে দেয়।


তারপর আমার মাথার দুপাশে নিথর হয়ে ঘুমায় কবিতা
একদিকে শামসুর রহমান, নির্মলেন্দুগুন
অন্যদিকে মহাদেব সাহা, হুমায়ুন আজাদ,
দাউদ হায়দার, অনাদরে পরে থাকে ওরা
যখন খুব বেশী নিঃষঙ্গবোধ করি
এদের কোন একজনকে জড়িয়েধরে আমি ঘুমিয়ে পরি
আমি স্বপ্ন দেখি কবিতা আমি স্বপ্ন দেখি রফিক আজাদ
আমার ঘুম ভাঙ্গিয়ে দেয় কবিতা, আমার ঘুম ভাঙ্গিয়ে দেয় সুকান্ত
আমি সকালে চায়ের বদলে পান করি কবিতা
আমি পান করি সৈয়দ শামসুল হক
আমি জীবনের প্রয়োজনে ঘর থেকে বেড়িয়ে পড়ি
আমার সাথে থাকে কবিতা, আমার সাথে থাকে বুদ্ধদেব বসু
ক্লান্ত দেহে সন্ধায় যখন বাসায় ফিরি
তখনও আমার সাথে থাকে কবিতা, আমার সাথে থাকে ত্রিদিব দস্তিদার,
এদের মাঝেই আমি নিজেকে খুজিঁ ফিরি বারবার।