ভুগোলের এক হলুদ জেলা!
লোকে তারে কুড়িগ্রাম কয়,
    আহা!...
সে গায়ে মোর হলুদিয়া স্বর্না রয়।
তারঁ ঐ সুন্দর শরীরে,
সোনা, রুপা নয়,
সে মোর হলদে স্বর্না,
তাতে হিরাই" মানায়।
সে" হলদে শাড়ি পড়ে,
যখন পথ চলিতে যায়,
লোকে চেয়ে দেখে বলে,
   আহা!...
দেখ দেখ হলদে স্বর্না যায়।
আকাবাকা নয় দৃঢ় তারঁ চলন,
অদ্ভুত মোর হলদে স্বর্নার গড়ন।
হলদে স্বর্নার মুখ খানা,
যেন মায়ার রানী স্বর্নার" মতন,
দিনশেষে তাঁর মুখের মায়া,
তাজুরে করিবে হরন।
তা বলে ভেবো নাহ সে হরণকারীনি,
সে যে মোর "হলুদিয়া স্বর্না" স্বরনকারীনি।


আমৃত্যু সংক্ষিপ্ত..