জানালার পাশে বসে সেই" চায়ের কাপ আমায়,
তোমার কথা স্বরন করিয়ে দিচ্ছে জানো।


মনে পড়ে সেদিনের কথা...
তুমি এসেছিলে, আমি চেয়েছিলাম
তোমার হাতটা আমার হাতে রেখে
ক্ষনিক হাটবো অতিদূর অবধি....
সে" চাওয়া তো অপুর্ন রয়ে গেলো।
আমি আরও চেয়েছিলাম,
তোমায় জড়িয়ে ধরতে!
আমি ভালোবাসি তাই! হয়ত তুমি,
করেছো যাচাই, এ শহর বড্ড সার্থপর" জানো,
আমার ভালোবাসার" নাম দিয়েছে ভদ্রতা"
অনুভূতির" নাম দিয়েছি চতুরতা।


হয়ত সুযোগ আসবে আবারো তোমার হাতে,
হাত রাখার, জড়িয়ে ধরার!
তবে, সেদিনের সেই জমানো ইচ্ছা,
আমৃত্যু" আমার জীবনে ধুয়া" হয়ে থাকবে।