হয়ত মরে যাবো খুব শিগরই, মৃত্যু নিকটে
আশে-পাশে যা শুনছি শব্দ গুলো বিকট।
কি জবাব দিব আমি মহাকালের নিকট গিয়ে,
মরে গেলে আর খুঁজবে না কেও, ভুলে গিয়ে।


জীবনটা বড়ই অল্প অল্প লাগে আজকাল
পরিশ্রমে দিন যাচ্ছে, অযথা হাসছে মহাকাল।
সৃতি অনেক অঢেল তবে সব অযথা,
দিনশেষে মহাকাল বলছে সবি বৃথা।


দুনিয়া যদি একটা মঞ্চ হয়,
আমরা দাবার গুটিমাত্র, তবে প্রান চঞ্চল।
ইচ্ছায় ধ্বংস করছি নয়ত সৃষ্টি,
অঢেল আত্মার সাথে বেইমানি তো শখ মাত্র,
যেখানে আত্মাই উড়ে যাবে।


ভালোবাসলাম যারে আত্মায় মুড়ে রেখে,
আমার কবর পড়ে আছে, সে" তাকায় না
একবার ফিরে, সেই আত্মাটা আজ ভবঘুরে।


যার গর্ভে জন্মেছিলাম, আমার আম্মু"
মনে রাখলো সে" আর আব্বু!


হয়ত মরে যাবো অচিরেই,
দুনিয়া কি আমায় মনে রাখবে?
শুভ কাজে দুনিয়া ভোলাতে ব্যার্থ আমি,
ছুটেছিলাম করেছিলাম সংসার আর আমি আমি।


মরার কথা জানতাম, তবে এত শিগরই
মৃত্যু আমায় আলিঙ্গন করে নিল।
হায় আফসোস....!