যার জন্য নিজের সবটা বিসর্জন দিচ্ছো,
একটা সময় আসবে তখন সে" ও বলবে,
কি করেছো আমার জন্য!
আমি সব একাই সামাল দিতে পারতাম।


যার জন্য একটু সুখ পেলে না তুৃমি"
একদিন সে" তোমায় আরও বেশি কাদাবে,
জগতের মানুষরা একটু নয় অনেকটা সার্থপর।


দিনশেষে যখন তোমার অনুভূতিগুলি"
আস্তে আস্তে মরে যেতে শুরু করবে,
তখন রয়ে যাবে, তর্ক আর যুক্তি,
সার্থপরের" ভিড়ে একা থাকাতেই মুক্তি।