আমি তোমায় সামলে নিতে চাই,
আজকের নয়, আজ থেকে
আখেরি সূর্যাস্ত পর্যন্ত।
শেষ বিকেলে ভাঙ্গিয়ে অভিমান,
দিব উপহার ভালোবাসা পূর্ণ অমর আসমান।
এ জন্মে তুমি যত ভালোবাসা" দিয়েছো,
আমার দেওয়াতে কমতি রেখেছো।
হয়ত তোমার প্রাপ্যটা দেওয়া ইহকালে হবে না,
বিধাতার কাছে পরকাল অবধি,
সময় চেয়ে নিয়েছি তুমি বাধা দিয়ো না।
আমার আজকাল অহংকার হয় বড্ড,
তবে সমান ভয়ও হয়, তোমাকে
হারিয়ে না ফেলি যেন সব না হয় পণ্ড।
বিয়ের পরে অতীত ভুলেছি,
তোমার সাথে কাটাবো শেষ
নিঃশ্বাস অঙ্গিকার করেছি।
আসলে যে ভালোবাসে, যার সাথে যার যায়,
ইহকাল নয় পরকাল ও কম পড়ে যায়।