আমি চাই আমারো সংসার হোক,
আমৃত্যু ভালোবাসার একজন মানুষ হোক।
ঘর সাজাতে! অক্লান্ত পরিশ্রম হোক।
আজ এটা তো কাল ওটা আহা সুখ!
ছোট্ট ঘরে ভালোবাসা এক সিন্দুক।
যায় আসে না, কি বলে বলুক নিন্দুক।


চাকরীটা যদি চলে যায় কি হবে তখন?
এ শহরে আমরা যে একা দুজন।


হাতে অংক নাই, জমিতে পর্যাপ্ত ধান নাই,
সংসার খরচ বেড়ে যাবে সে" যে আসতে চলল, ৫মাস হতে চলল,ব্যাবস্থা হবে একটা সে" বলল।


পরিশ্রমে শরীর ক্লান্ত! বাড়ি ফিরে সব,
দেখি তাঁর" কলরব! ভুলে যাই সব।
চাকরীটা নাই! হাতে পর্যাপ্ত অংক নাই,
কি হবে তখন, যখন বিপদে কেউ নাই।
হে মোর রব" তোমাতেই সকল আস্থা।


সবশেষে রব" ছিল মোর পাশে,
জমা হলো কিছু অংক তাঁর" আমার" কাজে।
বিপদে এক প্রতিবেশি ছিল পাশে।
আমরা দুইজন! আরও ২জন আমাদের পাশে।


সংক্ষিপ্ত