আগেকার দিনের মত প্রেম হইলে ভালোই হত,
আমার পাগলীটাকে" দেখতে পথিক হতে হইত।
একটুখানি কথা বলার জন্য, পিয়ন সাজে,
রাস্তার উড়ো জাহাজে চড়ে পাড়ি জমাইতাম।
পাগলীটা র" মায়ামাখা মুখ খানি দেখতে,
ব্যাস্ত শহরের গলিতে ভিড়ে হারিয়ে যেতাম।
পাশাপাশি হাটার জন্য দীর্ঘসময় অপেক্ষা,
সবশেষে, কোন এক বিকেলে হাতে হাত রেখে,
অতিদূর আসমানের শেষ সিমান্ত অবধি।
আর সেই সৃতি নিয়ে দীর্ঘসময় অপেক্ষা,
আর কবিতায় রোজ আলতো স্পর্শে।
সে সময় পেড়িয়েছে, জালের দুনিয়ায়...
মুঠো ফোন নামক যন্ত্রে, কত সংযোগে,
আমিও বার্তালাপ চালাচ্ছি যন্ত্রের" মত।
ব্যাস্ত দুনিয়ায়, সারাদিনে একটুখানি কথা,
সমস্থ চিন্তা হতাশা ক্লান্তি ভুলিয়ে দেয় ব্যাথা"।
এক আসমান ভালোবাসি হয়ত আরও বেশি,
সে ও কি বাসে? সে তো সাবলম্বী" সাহসী।


সংক্ষিপ্ত