এই মুষল বর্ষণ তীব্র আঘাত হানে,
জমিনে নয়,আমার শীতল বুকে লাল হৃৎপিণ্ডে।
বৃষ্টির আঘাত আর হৃৎস্পন্দন জানান দেয়,
আছো তবুও, তোমার অভাব কতটা এ বুকে।
আমি স্থির থাকতে পারি না, যখন
তুমি হীনা শূণ্যতায় আর তুমি হীনা বিষাদ,
আমার আত্মার সবটা জুড়ে বসত গড়ে।
তীব্র তাপ যখন এসে পড়ে এ জমিনে",
তখন ঐ তুমি হীনা" ক্ষত গুলা রে মিটতে
দেয় না, আমি তীব্র যন্ত্রণায় আর্তনাদ করি।
হয়ত তোমার অমর ভালোবাসা নামক,
মহা ঔষধি আমার এ যন্ত্রণার ইতি অবসান।
তুমি কি চাও, এই আত্মার ক্ষরণ হোক?
সমস্ত ভালোবাসার ক্ষরণে জমিন ভিজে যাক!
তুমি কি পারবে এ লাল ক্ষরণে চুপ থাকতে?
তোমার কি এতটুকুও অনুতাপ হবে না!
আমি বলি কি একবার ভালোবেসে দেখো না,
আমার আত্মা তোমায় পুরোটা লিখে দিব।
মানুষ মৃত্যুবরণ একবার করে আমি তো,
রোজ মরি, তুমি থেকেও তুমি হীনা।
তবে মিলনের ঐ অপেক্ষা আমায় বাঁচায়,
তোমার ঐ মুখ" খানা আমায় হাসায়।
জানি না মায়া" অলৌকিকতা না কি!
শব্দ খুঁজে পাই না ঐ আয়নার নাম দিব কি?