আমি তোমায় ভালোবাসি,
এতটা যতটা ভালোবাসলে,
আত্মায় রক্তক্ষরণ নিশ্চিত।


ভালোবাসার পরিমাণ যদি বলি,
অঢেল সমুদ্রের চেয়েও বেশি।
তোমার প্রতি বিশ্বাসের পরিমাণ,
অঢেল সমুদ্রের চেয়ে বেশি।
সম্মান নিছক আসমানের সমান উঁচু,
তোমায় ভালোবাসতে আমার,
আত্মা সদা সাবলীল নিচু।


তোমার অস্তিত্ব আমায় সুখি করে,
তুমি হীনা আত্মা বিষাদ গড়ে,
শরীর অসুস্থতায় পুড়ে,
মন খারাপে তোমার সঙ্গ আমায় অমর করে,
তুমি হীনা মন খারাপ আমায় হতাশ করে।
তোমার উপস্থিতি আমায় বাঁচিয়ে তুলে,
তুমিময় আমি পৃথিবী ভুলে। তবে হ্যা...


এতসব দুর্বলতার ভীড়ে তুমি যদি,
তোমার মস্তিষ্ক প্রতারণা রট,
তাহলে কি ঘটবে আমি বলছি...
ভালোবাসায় আত্মার রক্তক্ষরণ সুখকর,
তবে, বিষাদে আত্মার রক্তক্ষরণ ভয়ংকর।


যদি তুমি তোমার মস্তিষ্কে প্রতারণা রটে থাকো,
তবে, তীব্র অনুরোধ! ভালোবাসা বাড়িয়ো না,
মায়া বারিয়ো নাহ, চাওয়া পাওয়া বারিয়ো না।


শুরুতেই ছেড়ে দিয়ো হাত, যেয়ো না অতীদুর।
অভিশাপে আঁকবো না তোমার মুখ,
ভালোবাসি! তোমাকে!...
তোমার হাসি তোমার ঐ মায়াবি মুখ।


সংক্ষিপ্তে