আসলে কবিরা সবসময় ই এমন ই হয়।


হ্যা আমি তীব্র ব্যথার কথা বলছি,
বুলেটের আঘাত, মৃত্যুর আগে রক্তক্ষরণ থামাচ্ছি।
এসব স্বাভাবিক ভাবে থামানো সম্ভব।
তবে সেই বুলেট যদি অদৃশ্য আত্মায় লাগে,
কিভাবে বন্ধ করবো, আত্মার রক্তক্ষরণ?


সহজ মৃত্যু সহজ সমাধান কবর!
শুভ কাজে কবর প্রতিবেশি রাখবে খবর।
তবে মৃত্যু যদি হয় আত্মার !
আত্মা মরে গেলে কবর কোথায়?


আত্মার তীব্র নিকট প্রতিবেশি যে ছিল,
আত্মার মৃত্যুর খুনি যে সেই।
রক্তক্ষরণ ও অদৃশ্য, দেখা যেত যদি,
অঢেল সমুদ্র লাল ক্ষরণ ছোট ছোট নদী।


তবুও পাগল বোকা আত্মার,
রোজ অদৃশ্য কবর থেকে নির্মম চিৎকারের,
অদৃশ্য অমর বাণী! আমার খুনিকে আমি আজও,
অঢেল সমুদ্র, অঢেল পৃথিবী- ভালোবাসি!