পথ চলিতে মোর জুড়ি মেলা ভার,
পথেই তো শুরু, সব গল্পের সমাহার।
দেখিলাম কত গল্প হলো শুরু,
পথ ই তো সব গল্পের নাটের গুরু ।
রমণীর পেছনে সুদর্শন যুবক যায়,
পথে এক নজর দেখিয়া করে করে হায় হায়।
ভালোলাগা সেই থেকে শুরু,
পথেই তো সব গল্পের নাটের গুরু।
অপেক্ষা এক প্রহর কখন সে আসিবে,
তারে এক নজর দেখিলে মোর পরাণ জুড়াইবে।
গল্পের শেষ এই পথেই এর মেরু,
শত যুবকের আস্থা এই পথ,
রমণী আসিবে ভুলিবে না তারে,
অপেক্ষায় সে, করিবে শপথ।
অন্ধকারে যাইয়ো না যুবক,
মনে রেখো এ পথ ই তবে পরিবর্তনশীল ধ্রুবক।
আলো-অন্ধকার রমণী সর্বনাশী,
গেলে আলোয় বাজাইবে বাঁশি।
পা বাড়াইয়ো না অন্ধকারে,
যুবক, রমণী বিষাক্ত সর্বনাশী।