পুরুষের কি তীব্র রূপের তৃষ্ণা!
রমণীর এত সাজসজ্জা কেন?
হয়ত রমণী চায় তাঁর মোহে,
পুরুষ আমৃত্যু আটকাক সব সহে।
রমণীদের কি তীব্র রুপের পিপাসা?
তাঁরাও কি আটকায় আমৃত্যু,
পুরুষের মোহে সব সহে?
এর কোন আশংকা নাই আসলে,
সবাই তো আটকায়, টাকার,
সাথে একটু ভালবাসলে।
ভালোবাসতে টাকার কী তীব্র প্রয়োজন?
চিরসত্য! টাকা হলে মিটে সব প্রয়োজন।
সবাই ভালোবাসার পেছনে ছুটছে,
এর রহস্যটা কি! তাজু খুঁজছে।
পেয়েছি, এটাও প্রয়োজনে আবদ্ধ,
শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক এ বাধ্য।
আমি এসব থেকে সদা বিরত,
ছুটবো না এসবের পেছনে করেছি ব্রত।
একা থাকায় যে সুখ, সে সুখ অচিরেই,
ইহা,সুন্দর সাবলীল শুভ্র সুখ।
তীব্র"সমস্ত কিছুতেই এক আসমান "অসুখ।


সংক্ষিপ্ত..