অনুভবে" দেখা অদেখা সব অজানা,
গিয়েছিলাম সেদিন ঈদের দিন,
বৃদ্ধাশ্রম নামক রহমতের মঞ্জিলে,
দেখিলাম, সামান্য সেমাই আর চোখে জলে।
কহিলাম দাদু কে, এখানে আসার করণ?
মৃদু সুরে, মোর বাড়িতে মোর থাকা বারণ।
কহিলাম, কে কে আছে বাড়িতে?
নাতি-নাতনি সন্তান,বউমা দামি শাড়ীতে ।
একটু পাশেই মায়াবিনী জান্নাত,
চোখে জল বুকে ব্যথা তবুও,
বলছে আজ মোর খোকা যে কোথা!
আমি তীব্রতা নিয়ে কহিলাম,
বৃদ্ধাআশ্রমে রেখে গেছে তবুও বলছেন তার কথা!
খোকা আমার বড্ড ভালো যে,
বউটা পেয়েছে দজ্জাল যে।
চোখে জল নিয়ে বলে উঠলো,
আজ কতদিন হয়ে এলো খোকা
আসে না, আমার যত সুখ খোকার ঐ মুখ।
ঐ ঘরে নেমে আসুক ধ্বংসের তীব্রতা,
যেথা নাই পিতার ছায়া আর মায়ের মমতা।


সংক্ষিপ্ত...