মরুর ঘরে তরুর বাস, ছায়ায় মুড়ে তরুর আঁশ,
ভুবন জুড়ে প্রতারণা,মোর মন জমিনে তাঁর শ্বাস।
নয়নজুড়ে তাঁর স্বপন, ঘুমজুড়ে সেই স্বপন,
ভবঘুরে মন আমার, দিনশেষে করে তারই জপন।
আধার ঘরে কালো বাতি, অন্ধঘরে সেই সাথি,
আলোর তরে চাঁদ সে মোর,আমি নিছক তার সাথি।


ভালো বেলায় সুখ সে মোর, সিমি শুভ্রা তব
মন জমিনে এমটিআইটি শুন্য, ধনী সিমি তব।
জ্বর আসিলে স্বর নামিলে খোজ করে না কেহ,
Oxyzen হয়ে পাশে থেকো, মোরে ছাড়িয়া না যেহ।


শেষ বিকেলে বিষাদ নামে, সাজে কলহ,
হাত ধরে মোর মন জমিনে সদা তুমি রহ।
মেঘ আসিলে মন সাজিয়ো, কাঁদিতে না দিব,
বরফ আমি সদা পাশে, আদরে ঢেকে নিব।


ভালোবাসি আমি তোমায়
তুমিও বাসো অঢেল!
সদা থেকে যেও....
তুমি হারিয়ে না যেও,
সিমি হারিয়ে না যেও।


সংক্ষিপ্ত