এই অবাক জোছনাতে এই শহর কত নতুন,
সৃতি র মেলা! অল্প সময় পাড় হলেই পুরাতন।
যত যন্ত্রণা লুকানো সৃতি সব এ মেলায়,
চারিদিকে সৃষ্টি যত গল্পের ভেলায়।
এ শহর শতাব্দীর আবাস স্থল অধিক,
গল্পের শুরু এবং শেষ ঘটছে সর্বাধিক।
কেউ নীল আসমানের মত আশা নিয়ে,
কেউ মেঘের মত জমানো ভালোবাসা নিয়ে।
আগন্তুক হয়ে ভাগ্য বদলে পাড়ি জমাচ্ছে,
শ্রমের খোঁজে এক বুক স্বপ্ন জমাচ্ছে।
কেউ নেশার সমুদ্রে বিনা নৌকায়,
অদৃশ্য মাঝি রে নিয়ে অতিদুরে পাড়ি জমাচ্ছে।
আসলে সব নিয়তির খেলা, দেখছ যত মেলা,
বাঁচতে আত্মহত্যা, হুস" নেই বেলা অবেলা।
ছুটছে ট্রামের মত অনবরত, চিনে না আত্মারে",
বেঁচে আছি,ধন্যবাদ! পরিচিত কাগজ আপনারে।


সংক্ষিপ্ত