জীবনটা কেন্ এতো কঠিন
                       ভাল্লাগেনা কিছুতে
একই মাপের দুইকে কেনো
                          মাপি উঁচু-নিচুতে।


এ মনোভাব চেঞ্জকরা কি
                যায় না স্বভাব আচারে
এসব ছেড়ে ভালোভাবে
               যায় না কি ভাই বাচারে।


একই ঘরে দুইটাছেলে
                           দুইটা পুত্রবধূও
এককে ভাবো মধু তুমি
                  দুইয়ের বেলায় যদু ও।


এসব মোটেও ঠিকনা বাপু
                ঠিকনা মোটেও ঠিক না
সৎলোকেদের এসব কিন্তু
                 ভালো কোনো দিক না।


এমন হলে আমরা নবীন
             শিখবো কি ভাই এ থেকে?
বৈষম্যটা ছাড়া কিছুই
             যায় না পাওয়া যে থেকে।