তুমি মোর কাব্য - কবিতার স্তম্ভ, তুমি কবিতার চয়ন।
তুমি তটিনীর বাকে কাশফুলে কেশ;দেখে জুরায় নয়ন।


তুমি মোর গানের মমতা, তুমি অচেনা কোন এক সুর।
তুমি গগনের পাড়ে শুভ্র বিহঙ্গ; উড়ে যাও বহু দূর।


তুমি মোর গল্পের তরঙ্গ, তুমি গল্পের প্রদীপ শাখা।
তুমি বিদীর্ণ হৃদয়ে কুসুম কলির শুভ্র নির্যাস মাখা।


তুমি মোর জীবনের শিরোনাম, তুমি শিরোনামের শোভন।
তুমি ধুসর কোমল মেঘবালিকা, তোমায় ভাসায় মৃদু পবন।


তুমি উপন্যাসের লোমহর্ষ রহস্য, তুমি ছন্দের অগ্র নিরুপম।
তুমি চিঠির খামের সরল ভাষা, তুমি চির হেমন্ত অনুপম।


তুমি মোর কল্পনার রাজনন্দিনী, তুমি সুশ্রী শশী।
তুমি হরিণীর চোখে অন্তিম মায়া, তুমি উজ্জল রবি।


তুমি রাত ফুটন্ত হাসনা হেনা, তুমি রক্ত গোলাপের কলি।
তুমি উষ্ণ ছোঁয়ায় রক্তিম অঙ্গ, তুমি ভালোবাসার বুলি।


তুমি তটিনীর বয়ে যাওয়া শান্ত স্রোত,আর হৃদয়ে অবিনাশী মায়া।
তুমি অলস প্রহরে সুখের স্বপ্ন ধারা, তুমি প্রখর তাপে হিম ছায়া।


তুমি রক্ত-জবার লাজুক রক্তিম আভা, তুমি গোধূলির নীলাভ একরাশ আলো!
তুমি রক্তিম ঠোঁটে আবেগঘন উষ্ণ ছোঁয়ায়;আনলে হৃদয়ে তিমির আধার কালো।