আপনাকে বলার মত কিছু কথা ছিলো ,
আপনার জন্য হৃদয়ের গহীনে কিছু ব্যথা ছিলো।

আমি জানি আপনি জানেন ! বোঝেন !! ভাবেন !!!
তারচেয়েও অনেকটা বেশী ভালোবাসেন , আগলে রাখেন ।

আপনি আছেন বলেই হয়তো টিকে আছি ,

আপনি বিহনে হয়তো ঐ তারাদের দলে ভিড়ে অপেক্ষার প্রহর গুনতাম আপনার বিষন্নতার ,
কারণ ,
আপনার বিষন্নতায় আপনি আকাশ দেখেন, তাতে সেতারার সন্নিবেশে মুগ্ধ হন আর দুঃখ ভাগ করেন শুকতারার সাথে !

আমিই না হয় হলাম আপনার সেই শুকতারা , যে শুনবে , বুঝবে ,
আর কিছু করতে না পারার দহনে দগ্ধ হয়ে ক‘ফোটা জল ফেলবে দু-হাতের তালুতে ।

-------------------------------
তাহমীদ হাসান তামীম
২১/২/২৩