কাব্য মন্জুষা কাব্য গ্রন্থের সম্পাদক নাজমুল হুদা একজন অসাধারন মানুষ প্রথম তার সাথে আমার পরিচয় হয় বাংলা কবিতা ডট কম একটি আলোচনার দ্বারা পরে তার সাথে ফোনে আলাপ হয়, প্রথম আলাপে তার ব্যাবহারে আমি মুগ্ধ হই।তিনি প্রথমে বাংলা কবিতা ডট কম এর আলোচনা সভায় একটি আলোচনা প্রকাশ করেন এবং সেখানে পচিশ জন কবির কাছে ২টি করে কবিতার আহ্বান করে শেষ বেস আমরা ১৪ জন পাঁচ টা করে কবিতা দিলাম।আমারা কেবল কবিতা পাঠিয়ে ক্ষ্যান্ত। পরে সম্পাদক সাহেব রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে প্রকাশ করলো কাব্য মন্জুষা। প্রত্যেক কাজের আগে তিনি আমাদের সাথে ফোনে আলাপ করেনিয়েছেন। আজ এই কাব্য গ্রন্থ প্রকাশ করে তিনি সফল।আর এক মাত্র এই সফলতার দাবিদার সম্পাদক নাজমুল হুদা ভাই। আশা করি সম্পাদক সাহেব আরো সুন্দর সুন্দর বই সম্পদনা করবেন। নাজমুল হুদা রচিত কাব্য গ্রন্থ অন্তস্প ও সফল। তারএই সফলতার জন্য তাকে স্যালুট জানাই। নাজমুল ভাইর জন্য শুভকাকনা রইলো
আলোচনাটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০২/২০১৬, ০০:১৯ মি: