আকাশ নীলে সাদা মেঘের ঝুপ,
মধ্যদুপুর মন খারাপের রুপ।
এত দেখি রুজি আনাগোনা,
শেওলা মাঝে ধুপের দোনা।
কালো মেঘ ফুঁড়ে,সাদা মেঘ উঁড়ে,
ঘুরে য়ায় মলয়ে পল্লব ভরে।
খানিক কথা ব্যাথায় ঘিরে,
স্বপ্ন দেখা মানা আছে, এ তীরে।
তবু নাহি বুঝে মন,
দুঃখের বিনাশে চলেছে কখন।
তীর ধনুক আর বল্লম লয়ে নাহি
অস্তিত্বের সংকটে অগ্নিময় বহি।
দুঃখের সনে হল দেখা,
হৃদয় পঠে এঁকে দিল রেখা।
সময়ের তটে বইছে কত শাখা,
তরুলতা পক্ষি অভিমান সঙ্গ রাখা।
কেন কর যাতনায় সর্বত্র প্রবাহিত,
পৃষ্ঠ চাতকের মত ব্যথিত।
আপন জনারে করেছে অন্তরে ক্লিষ্ট।
পথের ধোলোয় সরষে ফুলে ভ্রষ্ট।
বল আর কতবার মরিয়া বাঁচিব,
এই গ্রহে মন খারাফের রাজা হব।
সহ্যে গেছে মরু তিক্ততা,
সুবিত পবনে বাজে গান রিক্ততা।
বড় ভালই লাগে----,
নেই কিছু বাসনার রঙ্গে,
একলা থাকা পথের সঙ্গে।