কষ্ট দেখবে আকাশের মত,
 সাদা তুলোর কষ্ট।
রোদ্রহীনা মেঘের ভায়ে,
রুক্ষ পৃথিবীর কষ্ট।
মাঠ ফাঁটা মাটির কষ্ট,
ঝঁলসানো হলদে পাতার কষ্ট।
মুছড়ে যাওয়া গাছের,
ডাল ভেঙ্গে যাওয়ার কষ্ট।
লাল চোখের কষ্ট-----,
নির্রব থাকার কষ্ট।
হারানোর কষ্ট,
পাথর হৃদয়ের মন ভাঙ্গার কষ্ট।
ফুল ঝরে যাওয়ার কষ্ট,
বৃদ্ধা মায়ের কষ্ট।
অনাহারীর ক্ষুদার কষ্ট,
এ হাটে হরেক কষ্ট আছে।
আরও দেখবে ----,
 পথ ভ্রষ্ট ও আছে।
এ কষ্ট হৃদয়ের সনে দিওনা জোড়া,
পাবে শুধু গুনের গুড়া।
 না হয় যে ---,
বাড়বে শুধু কষ্ট-
টগবে শুধু অষ্ট প্রহর।
মরবে মনের সাথে প্রাণ,
তলিয়ে যাবে অতলে গহর
এ কেবলি যুদ্ধ বেঁচে থাকার,
জীবনের সাথে কষ্টের।
ভাল থাকার প্রাণ পর্ণ,
 অবিরত চেষ্টার।