ওহে শোন,
কী বলব তোমায়
স্বপ্নে দেখা সেই অচেনা মানুষ।


যার হাত চুয়েছে আমার কপল,
যে মায়ায় পড়েছে মন মানুষ।


তুমি কী সেই মানব?
অরুণাচলের আলো প্রিয়।


আবছায়া নয়নের ছাউনি,
না বলা কথায়।
 
পড়েছি যে প্রেমে বুঝ না,
কখন হবে যে দেখা বাজবে লহর।


নিশিভোর উদাসী বাতায়নে,
কাটছে তোমার জন্যে অপেক্ষার প্রহর।