তুষ্টপ্রাণ
সাইয়িদ রফিকুল হক


দেহের রোগটা সারতে পারে
বাড়ছে কীসে মনের রোগ?
অশেষ ভোগের সাথে যদি
হতে থাকে হিংসা-যোগ।
লোভের ঘরে আগুন দিয়ে
বসত করো শান্তিধামে,
নিজের মধ্যে ডুবে থাকো
নাইবা দেখলে ডানে-বামে।
অল্প চেখে শান্তি আছে
অল্পে হবে সুখী,
এইজগতে শান্তিপ্রিয়
তুষ্টপ্রাণ হয় না দুঃখী।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০২/০৭/২০১৭