তুমি একবার হেসে ওঠো
সাইয়িদ রফিকুল হক


জাদুর কলস তোমার হাতে
জাদু দেখাও বারেবারে,
জাদু তোমার চোখের কোণে
টের পেয়েছি হাড়ে-হাড়ে!
জীবনটা যে জাদু নয়কো
বুঝেও কেন বোঝো না?
বুকের মধ্যে একটুখানি
ভালোবাসা কেন খোঁজো না?
জাদুর কলস দাও ডুবিয়ে
গহীন অতল জলে,
তুমি একবার হেসে ওঠো
শুধু ভালোবাসার বলে।
জাদুর চেয়ে মানুষ বড়
বুঝবে তুমি কবে?
ভালোবাসার বরফ গলে
আমায় কবে খুঁজবে?
জাদুর কলস চাই না দেখতে
চাই যে তোমার ভালোবাসা,
মনমাঝারে প্রেম থাকলে
ভুলে যাও জাদুর তামাশা।
তুমি একবার হেসে ওঠো
সৃষ্টিরূপে মুগ্ধ হয়ে,
ভালোবাসা জন্ম নেবে
অহংকারের পাহাড় ক্ষয়ে।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৩/০৮/২০১৭