স্বপ্নভঙ্গের মর্মবেদনা
সাইয়িদ রফিকুল হক


কতদিন ভেবেছিলাম
গ্রামে ফিরে যাবো,
হাঁটবো সবুজ ঘাসের
গালিচা মাড়িয়ে।
আর দু’চোখ ভরে দেখবো শুধু
সবুজ-সবুজ নতুন-নতুন স্বপ্ন,
পাখির গানে, মধুসমীরণে
ঘুম ভাঙবে খুব সকালে।


গ্রামে আর যাওয়া হয়নি,
যে ঘরখানি ছিল বসতের,
আর যে ছিল বসতভিটা,
সব নাকি দখল করেছে
কোন এক চেয়ারম্যানের ছেলে!
এই দেশে চেয়ারম্যানের ছেলেদের
সংখ্যা আজকাল অনেক বেশি,
আর এদের শক্তিও খুব বেশি,
এদের ভয়ে বুঝি সবাই অতিষ্ঠ!
দেশের সকল মানুষই বুঝি
এইসব চেয়ারম্যানের ছেলের অধীন।


গ্রামে ফিরে যাওয়া দরকার,
সবুজ গাছগুলোকে জড়িয়ে ধরে
একটুখানি দাঁড়িয়ে থাকাও দরকার,
চেয়ারম্যানের ছেলেদের
একটু শায়েস্তা করাও দরকার,
স্বপ্নভঙ্গের মর্মবেদনা
সবার একটু বোঝাও দরকার।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৮/২০১৭