ছাদে বসে দেখি শুধু বাংলার আকাশ
সাইয়িদ রফিকুল হক


চলো বসি খোলা ছাদে,
মুক্ত-হাওয়ায় ভেসে বেড়াই মনের সাধে!
চেয়ে-চেয়ে দেখি সারাটা দিন সুনীল আকাশ,
এসো-এসো প্রাণবন্ধু, গায়ে মাখি মুক্ত-বাতাস।
অতীব সুন্দর ওই আকাশে দেখি যেন
আগামী-সভ্যতার হাতছানি,
আরও দেখি অজ্ঞাত-স্বপ্নের সিঁড়ি বেয়ে
আকাশে-বাতাসে কত কী যে কানাকানি।
শহুরে-ভিড় একটুখানি এড়াতে তাই
ছাদে বসে দেখি শুধু বাংলার আকাশ,
এখানটা আজও দূষণমুক্ত সুনীল শুধু
কিন্তু দেখি আজ স্বদেশে অবিশ্বাস!
আজ স্বদেশের মৃত্তিকা দস্যুর হাতে বন্দী হয়ে
ছটফট করছে আর মুক্তির পথ শুধু খুঁজছে,
তবুও দেখি এই অবসরে শুধু বাংলার আকাশখানি
এখানে আজ সুনীল বিশ্ব শুধু স্বপ্নের প্রহর গুনছে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৪/২০১৭