অর্থদাস
সাইয়িদ রফিকুল হক


তোমার এখন অনেক টাকা,
কিনতে পারো নগর-ঢাকা।
চারিদিকে উড়ছে কত বন্ধু!
তোমার এখন সুখ যে শুধু।
তোমার কাছে মানুষ পণ্য,
তবুও তুমি মান্যগণ্য!
নকল-মানুষ চারিপাশে,
তোমায় দেখে কত হাসে!
তুমি নিজেও এক জঘন্য,
এই সমাজে তবুও তুমি মান্যগণ্য!
অর্থদাসদের দিন যে এখন
ওরাই এখন মানী,
তোমরা সবাই পালিয়ে যাও
আছো যত জ্ঞানী।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৪/২০১৭