তোমার মুখের মায়ায়
সাইয়িদ রফিকুল হক


জোছনা কোথায়—জোছনা গেছে
আজকে রাতে হারায়,
জোছনা আবার আসবে ফিরে
তোমার মুখের মায়ায়।
চাঁদের আলো নিভে গেছে
চাঁদ যে হারায় মেঘে,
তোমার মুখের জোছনা দেখি
ফুটছে ভীষণ বেগে।
চাঁদের আলো দেখতে ভালো
কিন্তু অভাব প্রেমের,
তোমার মুখের জোছনা দেখে
মূল্য বুঝি হেমের।
আকাশপানে যতই দেখি
জোছনারূপের আলো,
তোমার মুখের মায়ায় জমে
জোছনা সবচে ভালো।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৩/২০১৭