ফুলের মতো ধার্মিক
সাইয়িদ রফিকুল হক


ধার্মিক হবে ফুলের মতো
সুবাসটুকু বাড়বে শুধু,
মানুষ ছুটবে তাহার পিছে
যেমনে খোঁজে ভ্রমর মধু।
গায়ে তোমার অনেক কাদা
আরও আছে দুর্গন্ধের পাহাড়,
দিনে-দিনে চলছে তোমার
সীমাহীন লোভের আহার!
মানুষ তোমায় বলবে কে বা
তুমি যে আজ অধমপশু,
তোমার মধ্যে পাই না খুঁজে
মানুষ-নামের একটাকিছু!
ফুলে যদি নাই বা থাকতো
সুবাস-নামের মিষ্টিগন্ধ,
বিশ্বসভায় ফুলের হাসি
চিরতরে হতো বন্ধ।
মানুষ তোমার সুবাস নাই
আছে শুধু দুর্গন্ধের খনি,
তুমি পামর কেমনে হবে
যুগমানবের চোখের মণি!
ফুলের মতো ধার্মিক হবে
সুবাসমধু বিলাবে শুধু।
মানুষ তাঁকে ভালোবেসে
বলবে এসো হৃদয়-বিধু।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১১/০৬/২০১৭