ফুলের কাঁটা
সাইয়িদ রফিকুল হক


ফুল তুলিতে যাচ্ছো কোথায়?
ফুলে ভীষণ কাঁটা!
একটু দেখে পথ চলিও
আছে বুকের পাটা?
গোলাপবনে কাঁটা আছে
সুবাস আছে ভারি,
কাঁটার ভয়ে তুমি এখন
ফিরে যাবে বাড়ি?
এই দুনিয়া ফুলের বাগান
আছে কত ফুল!
হরেক ফুলের ভিড়ে তুমি
কোরো নাকো ভুল।


ফুল তুলিতে যাচ্ছো তুমি
যাও না সাহস করে,
একটুখানি কষ্ট ছাড়া
মনটা কি আর ভরে?
ফুলের কাঁটায় কষ্ট আছে
কিন্তু বেশি সুবাস,
এই দুনিয়া দখল নিতে
দুঃখ কেন পোহাস?
কষ্ট ভুলে সাহস করে
ভরবি ফুলের ডালি,
সুখসাগরে ভেসে হবি
তুই যে সুজন-মালী!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।