নিঃস্বার্থ
সাইয়িদ রফিকুল হক


ফুল কি ফোটে নিজের সুখে?
ফোটায় হাসি পরের মুখে।
মহৎ যারা নিঃস্বার্থ তারা,
এদের ছাড়া পৃথিবী সর্বহারা।
এসো বন্ধু, জনে-জনে,
নিঃস্বার্থ হই মনে-মনে।
ভিতরে-বাইরে হতে হবে
সত্যের প্রতীক,
এসো বন্ধু, সিদ্ধান্ত নিই
মানবিক-সঠিক।
ফুলের মতো জীবন গড়ো পরার্থে,
মানুষ হলে মেতে ওঠো নিঃস্বার্থে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৪/২০১৭