নিজের বুদ্ধি
সাইয়িদ রফিকুল হক


হাসবো না
কাঁদবো না
ভালোবাসবো না।


নিজের খেয়ে
বনের মোষ
আর তাড়াবো না।


পরের বুদ্ধি
গিলে-গিলে
খোয়াবো না
হাতের পাঁচ।


মাতাল হয়ে
বাড়ি ফিরে
ভাঙ্গবো না
নিজের বাড়ির
দরজা-জানালার কাচ।


নিজের বুদ্ধি
রাখবো ধরে
পরের জন্য
দেবো সব খরচ করে।


নিজ-বুদ্ধিতে
হেরে যাবো
তবুও ভালো,
আর চাই না
পরের কুবুদ্ধি!
বেঁচে থাকবো
শুধু তাই
নিজ-বুদ্ধিতে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৮/২০১৭