কবিতা নন্দনকাননের ফুল
সাইয়িদ রফিকুল হক


কবিতা গুলিস্তানের ফুটপাত নয় যে
সবাই হেঁটে যাবে বীরদর্পে!
আর যার যা খুশি তা-ই করবে।


কবিতা গুলিস্তানের হকারদের তাণ্ডব নয়,
আর কবিতা বারোরকমের হকারদের
ভাসমান কোনো কাপড়ের দোকান নয়,
এখানে সস্তা মালের আশ্রয়প্রশ্রয় নাই,
এখানে সস্তা ক্রেতা-বিক্রেতার
আজও কোনো স্থান নাই।
কবিতা নন্দনকাননের ফুল,
তাই সবার হাতে ফোটে না কবিতা।


যার বুকে আছে প্রেম,
আর আছে ভীষণরকম দ্রোহ,
তার বুকে জন্মে কবিতাখানি।
যার আছে সীমাহীন দেশপ্রেম,
আর যার আছে মানুষের প্রতি চিরদিন
অকৃত্রিম দরদ আর ভালোবাসা,
কবিতা ফোটে শুধু তার হাতে।


দেশের শত্রুদের বিরুদ্ধে
যে সবসময় খড়্গহস্ত,
আর দেশবিরোধীদের বিরুদ্ধে
যার ভাষা হয়ে ওঠে আগুনের স্ফুলিঙ্গ!
আর সেই মহামানবই কবি।
আর তাঁর হাতেই ফোটে
নন্দনকাননের সেরা ফুল কবিতা।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৭/২০১৭