গুণবান
সাইয়িদ রফিকুল হক


ফুলে নাই যে মধুঘ্রাণ
দেখার শোভা খালি,
শুধু ফুলকে ভালোবেসে
কে হবে আজ মালী?
গুণের কদর নাই যে এখন
তবু গুণ চায় গুণবান,
শোভা দেখে মজে যায়
অতিলোভী ধনবান।
জগতটা যে আজকে লোভী
মানুষ পাবে কোথায়?
স্বার্থপরের দাপটে তাই
মানুষ বড় অসহায়।
পলাশ-ফুলের কদর বেশি
সবাই চায় যে শোভা,
এই জগতে দাম পায় না
গুণবান-মনোলোভা।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১২/২০১৬