দিনদুপুরে অমাবস্যা
সাইয়িদ রফিকুল হক


চাঁদ মুখে যে রাহুর দশা,
দিনদুপুরে অমাবস্যা!
তোমার মুখে হঠাৎ করে
জমলো কেন মেঘ?
মনখারাপের মাতাল-নেশায়
ঝড়ো-হাওয়ার বেগ!
মনটি তোমার ভালো ছিল
মেঘ এনেছে কে,
মাঝে-মাঝেই মেঘের মতো
উঠছো তুমি ডেকে!
জীবনটা তো খেলনা নয়
ভাঙ্গবে নিজের ভুলে,
বিষের পাত্র লাথি মেরে
অমৃত নাও তুলে।
দিনদুপুরে সূর্য ওঠে
আলো ছড়ায় শুধু,
রাতের বেলা সবার জন্য
জোছনা বিলায় মধু।
অমাবস্যা জমবে কেন
তোমার অমন মুখে?
ভুলমানুষটা ঝেড়ে ফেলে
থাকো তুমি সুখে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৫/২০১৭