দেশের মানুষ
সাইয়িদ রফিকুল হক


ফুলের বনে ফুল দেখি না
দেখছি শুধু কাঁটা,
দেশের বুকে মানুষ কয়টা
আছে বুকের পাটা?
নকল মানুষ সবখানে আজ
ভেজাল চারিদিকে,
ভণ্ডলোকের এমন ভিড়ে
আসল রবে টিকে?
সোনার মানুষ কোথায় আছে
যারা দেশের সৈনিক,
এখন দেখি সবখানে আজ
পাকি-নফর-চৈনিক।
দেশের জন্য দেশের মানুষ
জাগবে আবার কবে?
খাঁটি সোনার পরশ পেয়ে
সোনার বাংলা হবে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৬/২০১৭