বুকের ভিতর জোছনা ঝরে
সাইয়িদ রফিকুল হক


বুকের ভিতর জোছনা ঝরে
দেখার মানুষ নাই,
চোখের কোণে জল জমেছে
লোক জমেছে তাই!
আসল কাজে মুষল নাইরে
পরকে ভাবিস আপন,
তোর জীবনে আসবে নারে
অনেক সুখের কাঁপন।
ভুলের স্বর্গে ডুবে যারা
দেখছে সুখের ছবি,
ডুববে তারা পাপসাগরে
বলছি অধম কবি।
বুকের ভিতর জোছনা ঝরে
ফুটছে আলোর ফুল,
তবুও দেখি ভাঙছে না যে
তোমার মনের ভুল!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৭/২০১৭