ভীষণ গরম
সাইয়িদ রফিকুল হক


গরম-গরম ভীষণ গরম
যাবো কোথায় চলে?
গরম হাওয়া দেখি এখন
বাংলাদেশের জলে!
সবখানে যে গরম লাগে
গরম এখন যম,
বাংলাদেশের কোথাও নাইরে
গরম একটু কম।
শীতের ছোঁওয়া পাইনি এবার
দেখছি গরমখনি,
কোথাও খুঁজে শীতল হাওয়া
পাই না চোখের মণি।
গরিব-দেশে গরম এলো
দোজখ থেকে উঠে,
মরছে মানুষ ভুগে-ভুগে
কৃষাণ-মজুর-মুটে।
পশু-পাখি গরম দেখে
খুঁজছে বাঁচার পথ,
কার পাপে যে মরছে মানুষ
ভীষণরকম সৎ।
এই গরমে দেশটা আমার
হইছে দোজখখানা,
মহাপ্রভু গরম বইতে
এবার কর মানা।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৫/২০১৭