একদিন,হটাৎ-
এক চিলতে শুভ্র মেঘ যেন উড়ে এসেছিল
আমি তখন সতের।
তার পর আরো একে একে আরো সতের বছর
সেই সে মেঘ পোরা মূখী মেঘ
কতটা বছর ধরে আমার আকাশের সীমানায়
গুমোট গম্ভির বর্ষা মুখর সন্ধ্যা..........
বৈকুন্ঠের বনভূমির অন্ধকারে
কতবার ক্লান্তি শেষে মাথা তুলল আকাশে
সেইসে মেঘ দেখবে বলে
কতবার একই পথে খামাখাই অলস বিকেলে
অযথাই অসময়ে মিষ্টি মুখ ভালভেসেে
আমি তো এখন মধ্য দুপুরে
অচিরেই শুরু হবে ক্ষয়ে যাওয়া কাল
শিতের সন্ধ্যা.........
শুনেছি কালা পানির হাত ছানি আর
কিম্ভূত বলাকার দেহে চলে গেছ স্বাধিনতার দেশে
মজার ব্যাপার আমি আজ ও পরাধীন ...!
কেননা কতটা বছর ধরে আমার আমিত্বে
আমিই ক্ষমতাবান ..
জানিনা বাসন্তি তুমি..ই জান কি না ?
না জানাই কি
আমি কি জানি ?
তুমি ভাল আছ কি না।