নিঃ সঙ্গতার পথে
-----------------------_-
জীবনের কত পথ পাড়ি দিয়ে
চলে যাব সীমান্তের ওপারে
অনন্তকালের যাত্রী হয়ে,
গাড়ি আসবে আট পায়ে
সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে আমায়,
আত্নীয়  স্বজন,  পাড়া প্রতিবেশী
এ যেন  এক অন্তিম যাত্রা
নিঃ সঙ্গতার পথে।
পড়ে রবে জীবনের  ফেলে আসা
দিন গুলোর স্মৃতিময় ব্যথা
কি করেছি?কি দিয়েছি?কি পেয়েছি?
ওগো করুনাময়।
আজ আমি,
কড়জোরে খাড়া অপরাধী  দুয়ারে
তুমি  দয়ার সিন্ধু, দয়াকর এক বিন্দু
আমি অভাগারে।
তুমি  রহমান, তুমি  মহিয়ান
কি গাইব তুমার গুনগান
গাইবার শক্তি দাও তত দিন
যত দিন রাখ আমার এ প্রাণ।


২৮/০৭/২০২১