বিচার হোক, বিচার হোক করি মোরা প্রার্থনা,
কত প্রাণ ঝরে গেলো সন্ত্রাসীদের আক্রমনে,
কত মায়ের কোল খালি হলো নারীর পরকিয়ার নেশার জালে,
হিসেব নেই তাঁর, হিসেব নেই তাঁর।
কাঁদে মা,কাঁদে পিতা,কাঁদে ভাই হারনো বোনটা,
বিচার যতটুকু হয়,ক্ষতিগ্রস্ত পরিবার আরো ক্ষতিগ্রস্ত হয়,
তবু থামে কি নারীর অবৈধ নেশা?
নারীর কেনো তবে চরিত্র হবে নিজেকে নগ্ন করা।
চিলে তো চাইবেই মাছ জলে ভাসুক,
তাই বলে মাছ ভাসবে কি জলে,
নির্বোধ নারী পর্দা বিহীনে,
সম্মান হারায় নিজেরই ভুলে।
নারী তুমি আমার মা,
নারী তুমি আমার বোন,
নারী তুমি আমার ভালোবাসার স্বপ্ন প্রবল নীলিমা,
তুমি কেনো কালুষিত হবে,
ভুলে যাবে আপন ঠিকানা।
---------------
০৪-০৬-২০১৬