(শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী প্রয়াতেষু)


হ্যাঁ, সত্যেরা পালিয়ে বেড়ায়!
কেন?
সত্যের পোষাক পরে মিথ্যারা যবে ধেয়ে যায়।
খুঁজলে তুমি –
গুড়ের কলসী, চিনির বোয়াম, বাজারের ব্যাগ,
পানের ডিব্বা, জর্দার কৌটা আর চৌকির তলায়।
আমরাও খুঁজেছি তোমার সাথ,
খুঁজে, খুঁজে হলাম এখন অনাথ!


এরা তো চেনে না –
গুড়ের কলসী, চিনির বোয়াম, বাজারের ব্যাগ,
পানের ডিব্বা, জর্দার কৌটা আর চৌকির তল;
এরা জানে –
হ্যালো। স্যরি। থ্যাঙ্ক ইউ। লাভ ইউ জান,
পিৎসা, বার্গার, চিকেন এণ্ড চিপস, শপিং মল।  
আরও জানে -
রেস্টুরেণ্টের মেনিউ আর প্রতীচ্যের মান,
ভুলে গিয়ে আত্মগৌরব আর আত্মসম্মান।


সত্য বা মিথ্যা - আছে কি এদের কোনও প্রয়োজন,
না চাই বিত্ত-বেসাত, সুখ-স্বাচ্ছন্দ্য, ক্ষমতা অর্জন?
ফেইসবুক, টিকটক, ধাঁধা খেলা, নর্তন-কুর্দন,
চাটিং, ডেইটিং আর বিএফ-জিএফ’এ মগন।


ওসব দেখে পালিয়ে গেলে সহসা তুমি যেমনি,
সত্যকেও দাও তবে পালিয়ে যেতে তেমনি!
আমরা নাহয় কাটিয়ে দেব কিছুকাল আঁধারে,
তুমিহীন, সত্যহীন ভবে, তোষামোদ করে।


(০৫/১০/২০২৩ খ্রিঃ)