দার্শনিক ড. মতীন বলেন,
‘‘স্মৃতি মানুষকে প্রতারিত করে’’
আমি বলি, ‘‘না...! বরং
মানুষই স্মৃতিকে প্রতারিত করে’’!
যেমনঃ এই যে আমি....
আমার সদ্য অতীত স্মৃতি
কেবলই আমাকে জাগিয়ে দেয়
প্রলুব্ধ করে ফিরে যেতে
তার স্বর্ণালী সময়ে;
অথচ মিথ্যা আশ্বাসে তাকে ভুলিয়ে
আমিই প্রতারিত করছি দিবারাত।
কেননা, আমাকে এখন স্বপ্ন দেখতে হবে -
‘উজ্জল ভবিষ্যতের স্বপ্ন’!
নতুন করে গড়তে হবে সোপান
যা দিয়ে ডিঙাবো আমার অতীত;
যে অতীতকে মুছে ফেলতে হবে
‘স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে!’
কিন্তু ‘মন’ স্মৃতির এতটা করায়ত্বে যে,
সদা-ই আমাকে পেছনে টানে;
আর আমি শুধু প্রতারিত করেই চলেছি
প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে।
তাইতো বলি,
‘‘মানুষ স্মৃতিকে প্রতারিত করে!’’


(বার্মিংহাম, ইংল্যাণ্ড; ৫ই সেপ্টেম্বর ২০০১)