প্রত্যাশা আর প্রাপ্তি হয় কি কভু সমতুল,
তবুও মানব সীমিত জ্ঞানেই করে শুধু ভুল।
কেউ চায় জাগতিক প্রাপ্তি, কেউ আখিরাতের,
এক ঘরে বাঁধলে বাসা এমন, হয় সৃষ্ট দ্বন্ধের।
কখনো কল্যাণের তরে হতে হয় একমত,
ত্যাজিয়ে কট্টর আপন আপন ভিন্নমত।


আলো আর কালো দিয়ে সৃষ্ট যদিও জগৎ,
আলোর পথেই হাঁটতে চায় মানব-মহৎ।
কালো এসে রুধলে আলোর পথ সহসা,
তুমিই সরাও প্রভূ রাখলে তোমাতে ভরসা।
কখনো নকীব কোনো পাঠাও তুমি মালিক,
দেখাতে সুড়ঙ্গের ওপারে আলোর ঝিলিক।


(২২ অক্টোবর ২০১৭)