কিসের লোভে, কিসের আশে  
বাঁধলে ঘর তুমি পরবাসে?
কোন সে কষ্টে, কার সে দোষে
পাড়ি জমালে তুমি দূরদেশে?
যে মাটির মমতা অঙ্গে তব মেশে
থাক ছেড়ে তারে কীকরে বিদেশে?


ধূলিমাখা ভূম, সবুজ ফসলের মাঠ
মায়ায় জড়িয়েছিল যেমন করে;
তাদের ত্যাজে ইট-পাথরের বাটে
দিনরাত কাটে তব কেমন করে?


হয়ত সুখেই আছ, কাটছে দিন স্বাচ্ছন্দ্যে
কিংবা নেই সময় সে হিসেব মেলাবার;
তবু জেনো, চাঁনভাঙ্গা-হবিগঞ্জের জন্মমাটি
হাতছানিতে ডাকবে তোমায় যে বারবার!


(২৬শে ফেব্রুয়ারী ২০২৪; সকাল ৭:১৫)