পিপাসার্ত বেদুইন উষ্ণ মরুভূমিতে যন্ত্রনা কাতর হয়ে ছটফট করে
ঋতু বিবর্তনে বদলে যাওয়া তোমার চেহারা দেখে ঠিক তদ্রুপ কষ্ট হয়
অবিশ্বাসী প্রেতাত্মাগুলি তোমার চতুর্দিকে গড়ে বিশ্বাসের দেয়াল
সেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বিস্মৃত হও ,পাল্টাও বিবেক
ঢেলে দাও সবটুকু সুপেয় সুধা নিস্তব্ধ অমানিশায়।
কল্পনাগুলো আবদ্ধ খাঁচায় অভিমানী হয়ে
অপেক্ষার প্রহর গুনে গুনে বড্ড বেরসিক হয়ে গেছে
স্বপ্নের কুটির হারিয়েছে ছাদ,সেই কবে
ক্লান্ত বিকেল সূর্যডুবার অপেক্ষায় থাকে।
সময় আছে সাধু সঙ্গ করো ঘুচাতে অন্ধকার
ছোঁয়া,স্পর্শ আর ভালোবাসা মানুষের নির্বিঘ্নে সবই পাবে
যদি গুটি গুটি পায়ে দেয়ালের যবনিকাপাত করো
কানাঘুষো মাড়িয়ে আকাশের দিকে মুখ তুল স্বকীয়তায়।
আকাশে শুধুই মেঘ থাকে না
আকাশ বৃষ্টি দিয়েও ভেজায়।