মানুষ সত্ত্বার চেয়ে তাঁর সৃষ্টি সত্ত্বার প্রাধান্য দেয়া উচিত
রবীন্দ্রনাথ কে নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর মানুষ সত্ত্বাকে যত বড় করে দেখি
সৃষ্টিশীলতাকে তত বড় করে দেখি না।
বাঙালীর মধ্যে এমন কেউ কি আছেন
রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতাকে অতিক্রম করতে পারেন ?
রবীন্দ্রনাথ উচ্চবর্ণের ছিলেন ,জমিদার ছিলেন ,স্বদেশী ছিলেন
সুতরাং
মানুষ রবীন্দ্রনাথের সমালোচনা থাকবেই।
আমরা কবিতার রবীন্দ্রনাথকে সম্মান জানাই
গল্প,উপন্যাস ও গানের রবীন্দ্রনাথকে,
রবীন্দ্রনাথ এক জনই
বাংলা ভাষার রবীন্দ্রনাথ ,বাঙালীর রবীন্দ্রনাথ।
প্রদীপের নিচে অন্ধকার না খুঁজে
প্রদীপ কতটুকু প্রদীপ্ত করে
তাই দেখা উচিত।
দুর্ভাগ্য আমাদের ,আমরা প্রদীপের নীচে অন্ধকারই দেখি
প্রদীপের আলো দেখিনা।দেখতেও চাই না।