বড় অসহনশীল হয়ে উঠেছি
রাজনীতি সমাজ কিংবা নীতিনৈতিকতার প্রশ্নে
ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রেও আমরা বড় অনমনীয় এখন।
সভ্যতার এই দ্বন্দ্ব আর কত ? পরিনামে
অসভ্যতার দিকেই ধাবিত হচ্ছি
সোনালী সকালের স্বপ্ন ছিল একদিন
সেটাও হারিয়ে গেছে।
রক্তে হাত রঞ্জিত করে চাই বিশ্বাসের ভিত শক্ত করতে
নির্যাতন,গুম,হত্যা করে ক্ষমতার দাপট দেখাতে চাই
কৌশলী আমরা নিজ স্বার্থে করি কৌশলের ব্যবহার।
গতায়ু অধ্যায় নিয়েই চলি
নতুন অধ্যায় সৃষ্টির নেই কোন চেষ্টা।
খোঁয়াড়ে আবদ্ধ নয় ,বড্ড মুক্ত। স্বাধীন পরিচিতি আমাদের
তবে বিবেক ও মানবতা বন্দী এখনও খোঁয়াড়ে
সওয়ারি উটের পিঠে নয়
উট সওয়ার এখন স্বদেশের ঘাড়ে ,খেয়ালী ভুগছে বিবেক শূন্যতায়
চাবুক নষ্টদের দখলে  
জ্যান্ত থেকেও মৃত লাশের সাথে বসত গড়েছি
তোয়াক্কা করি না এখন মান ,অপমান কিংবা মানুষের ভালোবাসার।